IFPA

IFPA

2

, Panchla, India - 711322

Is this your Business ? Claim this business

Reviews

Overall Rating
5

2 Reviews

5
0%
4
0%
3
0%
2
0%
1
0%

Write Review

150 / 250 Characters left


Questions & Answers

150 / 250 Characters left


About IFPA in , Panchla

জন-সচেতনতার স্বাধীন মঞ্চ
(INDEPENDENT FORUM FOR PUBLIC AWARENESS)
সামাজিক – অর্থনৈতিক, শিক্ষাগত – পেশাগত, প্রায় সমস্ত শ্রেণীর মানুষ ই নিজেকে নিয়ে বা বড়জোর নিজের পরিবার টুকু ছাড়া আর কোন ভাবনা ভাবতে পারছি না। আমাদের মধ্যে অনেকেই বাড়ীর চার পাশ থেকে কর্মস্থল সর্বত্র আখের গুছিয়ে নেওয়ার দৌড়ে মত্ত। আমরা সবসময় শঙ্কিত, আর সেই ভয়েই এক পা সামনে এগোতে গিয়েও দু পা পিছিয়ে আসি!! আসলে প্রত্যেকে যদি প্রত্যেককে সাহায্য করার বদলে সমস্যায় ফেলতে থাকি তবে এমন টাই হবার কথা, হচ্ছেও তাই। জীবন-জীবিকা নির্বাহ দিনের পর দিন কঠিন থেকে আরও কঠিন হয়ে উঠছে। চার পাশে ক্ষমতাবান শ্রেণী ক্ষমতাহীন কে আরও আরও শোষণ করার ফন্দী আঁটতে সক্রিয়, এই চক্রী দের এক শক্তিশালী হাতিয়ার হল মানুষ কে বিভিন্ন বিষয়ে প্রকৃত সত্য জানতে না দেওয়া,কোনক্রমে জেনে ফেললেও সে বিষয়ে ভাবনার অবকাশ না দেওয়া। একটু ভেবে দেখুন তো আমরা আমাদের চার পাশের মানুষ গুলোর সাথে কতটা বিচ্ছিন্ন হয়ে পড়ছি দিনের পর দিন? আর এই বিচ্ছিন্নতার ফায়দা লুটছে ওই ক্ষমতালোভী ফন্দীবাজ রা । আসুন না আমরা শুধু মাত্র নিজেকে নিয়ে না ভেবে আশপাশের মানুষ গুলোর কথাও ভাবি, একটু চিনে নেওয়ার চেষ্টা করি প্রকৃত বন্ধু দের।
জনসচেতনতার স্বাধীন মঞ্চ আত্ম-সর্বস্বতা ও ভাবনা-হীনতার বিরুধে লড়াই করতে প্রতিজ্ঞাবদ্ধ , এই মর্মে আমরা –
১। চিন্তাশক্তি ও ভাবনার বিকাশে শিক্ষার প্রসারে,
২। কুসংস্কার অন্ধবিশ্বাস এর বিরুদ্ধে ও বিজ্ঞান মনস্কতার পক্ষে
৩। সমস্ত ধরনের (ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক) মৌলবাদের বিরুদ্ধে ও সমন্বয়ের পক্ষে ,
৪। আত্মশক্তি জাগ্রত করে নিজেকে চিনতে শিখে সমাজ গঠনে নিজেকে নিয়োজিত করার মানসিকতা গড়ে তুলতে,
৫। যেকোনো ধরনের বৈষম্য, ভেদাভেদ দূর করতে,
৬। পরিবেশ, সমাজ, রাজনীতি –র প্রকৃত সচেতনতা গড়ে তুলতে কাজ করবো ।।


গত ২০১১, জুন মাস থেকে (I F P A) বহু প্রতিবন্ধ্কতা সত্ত্বেও আন্তরিকতার সাথে কাজ করে চলেছে –
•পরিবেশ রক্ষায় প্লাস্টিক ব্যবহার বর্জনের পক্ষে সচেতনতা গড়তে পথসভা, বাড়ি-বাড়ি প্রচার, লিফলেট বিলি, বিভিন্ন স্থানে পোষ্টার প্রদর্শনী, চিত্র প্রদর্শনী, ইত্যাদি।
•ভগৎ সিং, নেতাজীর মত সংগ্রামী মানুষের মতাদর্শ কিভাবে বর্তমান সময়ের সমস্যা গুলিকে কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে সে বিষয়ে পথসভা, পোষ্টার প্রদর্শনী।
•মঞ্চের দেওয়াল পত্রিকা “অন্বেষণ” এর মাধ্যমে প্রতি মাসে বিভিন্ন বিষয়ে সচেতনতা গড়ে তলার চেষ্টা। অন্বেষণ এর পক্ষ থেকে কুইজ আয়োজন।
•শিক্ষার প্রসারে ২০১২,২০১৩ মিলিয়ে অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা ৬০ জন ছাত্রছাত্রী কে পাঠ্য বই ও আনুসাঙ্গিক বিষয় এ সাহায্য।
•বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়াতে অনু নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনভিজ্ঞ যুবক দের প্রথম পদক্ষেপ, হয়ত একটু নড়বড়ে, তবু মনের জোরে বলিয়ান হয়ে পথচলা,আসন্ন বাধা কে অতিক্রম করার ইচ্ছাশক্তি রয়েছে আমাদের বুক জুড়ে। তবে এই কাজ দুই বা চার জনের কাজ নয়, দরকার প্রত্যেকের এগিয়ে আসার। I F P A সবসময় বিতর্ক-সমালোচনা কে সাদরে গ্রহন করে, যা যুক্তি গ্রাহ্য তাই স্বীকার করতে প্রস্তুত, স্বাধীন চিন্তা, মুক্ত ভাবনা সবসময় স্বাগত। আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান রইল আসুন একসাথে কাজ করি। না আসতে পারলে আমাদের ডাকুন। আমাদের প্রত্যেকের চেষ্টাতেই গড়ে উঠবে একটা সুন্দর পৃথিবী।
স্বাধীন চিন্তা, মুক্ত ভাবনার জয় হোক
যোগাযোগ= কার্যালয়- স্টুডিও প্রভাতের ত্রিতলে । দূরভাষ – ৮৯৬১৪৯২৯০৮; ৯০৮৮০৬০৮৮১; ৭২৭৮৮৮৫৪৩৫।।
© 2024 5ndspot. All rights reserved.